যোগাযোগ ব্যবস্থাঃ
নৌকা, রিক্সা, অটো-রিক্সা, সিএনজি,ট্রেইন চালিত যানবাহন দিযে এলাকার লোকজন যাতায়াত করেন।
যোগাযোগের ক্ষেত্রে এলাকাটি (২) দুটি ভাগে বিভক্ত। স্থল এবং জল পথ।
পুরো এলাকার লোকজন স্থল এবং জল পথ উভয় পথেই যাতায়তের সুবিধা আছে।
হরষপুর ইউনিয়নের রাসত্মা/ঘাটঃ
১। হরষপুর রেল ষ্টেশন হইতে বিজয়নগর উপজেলা পর্যমত্ম ডিসি রোড।
২। হরষপুর হইতে এক্তারপুর পর্যমত্ম পাকা / আধা পাকা রাসত্মা।
৩। বড়চাল মোড় হইতে ফুলতলী চান্দুরা পর্যমত্ম আধা পাকা/ আধা কাঁচা রাসত্মা।
৪। পাইকপাড়া বাজার হইতে হাজীপুর পর্যমত্ম পাকা/ কাঁচা রাসত্মা।
৫। পাঁচগাও হইতে বুলস্না গ্রাম পর্যমত্ম কাঁচা রাসত্মা।
৬। নিদারাবাদ তুলা পাড়া হইতে হাজী রহমত আলীর বাড়ী পর্যমত্ম কাঁচা রাসত্মা।
৭। পাঁচগাও পূর্ব বাজার হইতে উত্তর পাড়া হয়ে পশ্চিমে আলী মিয়ার বাড়ী পর্যমত্ম কাঁচা রাসত্মা।
৮। পাঁচগাও পূর্ব বাজার হইতে দক্ষিণ দীক দিয়ে পাঁচগাও পশ্চিম বাজার পর্যমত্ম কাঁচা রাসত্মা।
৯। সোনামুড়া ,হরষপুর,মির্জাপুর, ডিসি রাসত্মা হইতে ঠোডার বাড়ী পর্যমত্ম কাঁচা রাসত্মা।
১০। সোনামুড়া মধ্য গ্রাম হইতে দারিয়াপুর পর্যমত্ম এবং সোনামুড়া মধ্য গ্রাম হইতে ভূইয়া বাড়ী পর্যমত্ম কাচাঁ রাসত্মা।
১১। বাগদিয়া পূর্ব পাড়া হইতে পশ্চিম পাড়া পর্যমত্ম কাঁচা রাসত্মা।
১২। বাগদিয়া আমতলী হইতে কইচাপাড়া পর্যমত্ম কাঁচা রাসত্মা।
১৩। পাইকপাড়া সোনাব আলী চেযারম্যানের বাড়ীর পাশ হইতে ঠোটার বাড়ী পর্যমত্ম কাঁচা রাসত্মা।
১৪। পাইকপাড়া মহেব আলীর বাড়ী হইতে হরষপুর, মির্জাপুর ডিসি রাসত্মা পর্যমত্ম কাঁচা রাসত্মা।।
১৫। সারোয়ার চেয়ারম্যানের বাড়ীর পূর্ব পাশ হইতে গ্রমের মধ্য দিয়ে মাদ্রসা পর্যমত্ম কাঁচা রাসত্মা।
১৬। হরষপুর,এক্তারপুর রাসত্মা হতে জালালপুর মধ্য গ্রাম দিয়ে শিশাউড়া হইয়ে বড়চালের মোড় পর্যমত্ম কাঁচা রাসত্মা।
১৭। হরষপুর খেয়াঘাট বাজার হইতে মধুমালার ঘাট ও খান বাড়ীর পাশদিয়ে মিলন মুড়ি পর্যমত্ম চলিং এবং কাচাঁ রাসত্মা।
১৮। হাজীপুর আলীয়া মাদ্রাসা হইতে বিষ্ণপুর পর্যমত্ম কাঁচা রাসত্মা।
১৯। হাজীপুর বাজার হইতে শাহজাহান মুলস্নার বাড়রি পাম দিয়ে পূর্বদিকে বণিক পাড়া র্পর্যমত্ম কাঁচা রাসত্মা।
২০। হাজীপুর বাজার হইতে হাতুরাপাড়া গ্রামের মধ্য দিয়ে পূর্ব পাড়া হইয়ে আবুলালের বাড়ী পর্যমত্ম কাঁচা রাসত্মা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS