এক নজরে
এক নজরে ০৫নং হরষপুর ইউনিয়ন পরিষদ,
উপজেলা-বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
অফিসের নাম |
০৫নং হরষপুর ইউনিয়ন পরিষদ |
অফিসের ঠিকানা |
০৫নং হরষপুর ইউনিয়ন পরিষদ, হরষপুর রেলষ্টেষনের পশ্চিমে খেয়াঘাট বাজার সংলগ্ন, ডাকঘর- বিজয়হরষপুর, উপজেলা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। |
যোগাযোগ ব্যবস্থাঃ
নৌকা, রিক্সা, অটো-রিক্সা, সিএনজি,ট্রেইন চালিত যানবাহন দিযে এলাকার লোকজন যাতায়াত করেন।
যোগাযোগের ক্ষেত্রে এলাকাটি (২) দুটি ভাগে বিভক্ত। স্থল এবং জল পথ।
পুরো এলাকার লোকজন স্থল এবং জল পথ উভয় পথেই যাতায়তের সুবিধা আছে।
হরষপুর ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ-
০১। সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৪ টি।
০২। কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয় ১৭টি।
০৩। মাধ্যমিক বিদ্যালয় ০৪ টি।
০৪। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১ টি।
০৪। দাখিল মাদ্রাসা ০১ টি।
০৫। কওমী মাদ্রাসা ০২।
০৬। হাফিজিয়া মাদ্রাসা ০৩ টি।
০৭। জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র-১ টি।
ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
ইউনিয় গ্রাম পুলিশ : ৯
ইউনয়ন ডিজিটাল সেন্টারঃ ২জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস