যোগাযোগ ব্যবস্থাঃ
নৌকা, রিক্সা, অটো-রিক্সা, সিএনজি,ট্রেইন চালিত যানবাহন দিযে এলাকার লোকজন যাতায়াত করেন।
যোগাযোগের ক্ষেত্রে এলাকাটি (২) দুটি ভাগে বিভক্ত। স্থল এবং জল পথ।
পুরো এলাকার লোকজন স্থল এবং জল পথ উভয় পথেই যাতায়তের সুবিধা আছে।
হরষপুর ইউনিয়নের রাস্তা/ঘাটঃ
১। হরষপুর রেল ষ্টেশন হইতে বিজয়নগর উপজেলা পর্যন্ত ডিসি রোড।
২। হরষপুর হইতে এক্তারপুর পর্যন্ত পাকা / আধা পাকা রাস্তা।
৩। বড়চাল মোড় হইতে ফুলতলী চান্দুরা পর্যন্ত আধা পাকা/ আধা কাঁচা রাস্তা।
৪। পাইকপাড়া বাজার হইতে হাজীপুর পর্যন্ত পাকা/ কাঁচা রাস্তা।
৫। পাঁচগাও হইতে বুলস্না গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা।
৬। নিদারাবাদ তুলা পাড়া হইতে হাজী রহমত আলীর বাড়ী পযন্ত্য কাঁচা রাস্তা।
৭। পাঁচগাও পূর্ব বাজার হইতে উত্তর পাড়া হয়ে পশ্চিমে আলী মিয়ার বাড়ী পযন্ত কাঁচা রাস্তা।
৮। পাঁচগাও পূর্ব বাজার হইতে দক্ষিণ দীক দিয়ে পাঁচগাও পশ্চিম বাজার পর্যন্ত কাঁচা রাস্তা।
৯। সোনামুড়া ,হরষপুর,মির্জাপুর, ডিসি রাস্তা হইতে ঠোডার বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা।
১০। সোনামুড়া মধ্য গ্রাম হইতে দারিয়াপুর পর্যন্ত এবং সোনামুড়া মধ্য গ্রাম হইতে ভূইয়া বাড়ী পর্যন্ত কাচাঁ রাস্তা।
১১। বাগদিয়া পূর্ব পাড়া হইতে পশ্চিম পাড়া পর্যন্ত কাঁচা রাস্তা।
১২। বাগদিয়া আমতলী হইতে কইচাপাড়া পর্যন্ত কাঁচা রাস্তা।
১৩। পাইকপাড়া সোনাব আলী চেযারম্যানের বাড়ীর পাশ হইতে ঠোটার বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা।
১৪। পাইকপাড়া মহেব আলীর বাড়ী হইতে হরষপুর, মির্জাপুর ডিসি রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা।।
১৫। সারোয়ার চেয়ারম্যানের বাড়ীর পূর্ব পাশ হইতে গ্রমের মধ্য দিয়ে মাদ্রসা পর্যন্ত কাঁচা রাস্তা।
১৬। হরষপুর,এক্তারপুর রাস্তা হতে জালালপুর মধ্য গ্রাম দিয়ে শিশাউড়া হইয়ে বড়চালের মোড় পর্যন্ত কাঁচা রাস্তা।
১৭। হরষপুর খেয়াঘাট বাজার হইতে মধুমালার ঘাট ও খান বাড়ীর পাশদিয়ে মিলন মুড়ি পর্যন্ত চলিং এবং কাচাঁ রাস্তা।
১৮। হাজীপুর আলীয়া মাদ্রাসা হইতে বিষ্ণপুর পর্যন্ত কাঁচা রাস্তা।
১৯। হাজীপুর বাজার হইতে শাহজাহান মুলস্নার বাড়রি পাম দিয়ে পূর্বদিকে বণিক পাড়া র্পর্যন্ত কাঁচা রাস্তা।
২০। হাজীপুর বাজার হইতে হাতুরাপাড়া গ্রামের মধ্য দিয়ে পূর্ব পাড়া হইয়ে আবুলালের বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস